সাবেক চ্যায়ারম্যান হারুন রশিদ এর সভাপতিত্বে এবং আবুল খায়ের এর পরিচালনায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জহিরুল ইসলাম (লেবু)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার মোহাম্মদ জাহেদ চৌধুরী ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর কবির হোসাইন ।
অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলতে সার্বিক তত্তাবধানে নিয়োজিত ছিলেন,জিল্লুর রশিদ( লিল) ও ইমরান উদ্দিন।
উল্লেখ্য চিলাউড়া প্রবাসী গ্রুপ ২০২২ সালে থেকে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় লন্ডনে ঈদ পুনর্মিলনী অনুষ্টান উদযাপন করে আসছে।
দেশের বিভিন্ন দূর্যগে চিলাউড়া প্রবাসী গ্রুপ দুস্থ অসহায় মানুষের সহযোগীতায়কাজ যাচ্ছে।ইতমধ্যে ২০২২ সালের বন্যায় সাড়ে পাচ লক্ষ টাকা ও সাড়ে সাতশ কম্বল,চিলাউড়া হাইস্কুল মাঠে শহিদমিনার নির্মাণ ও চিলাউড়া স্কুলকে কলেজে রুপান্তিত করার জন্য তিন লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজী ইলিয়াস মিয়া, হাজী আব্দুল হামিদ,হাজী নাইমুর রহমান (এখলাছ),আনোয়ার মিয়া, হাজী আব্দুল ছোবান,জিহাদুর রহমান জিকু,শাখাওয়াত হোসাইন আহবাব, মইনুল ইসলাম (মিঠু) একরামুল ইসলাম (কয়েস) আজিজুর রহমান,মিলন মিয়া, রিপন মিয়া, শফিক মিয়া,মোঃ শাহিদ মিয়া, ইমন হোসেন,ইমন মিয়া,হেলাল মিয়া,আব্দুল মুকিত,শামিম আহমেদ দিপু প্রমুখ ।
সর্বশেষে চিলাউড়া হাই স্কুল এর কমিটির পক্ষ থেকে চিলাউড়া প্রবাসী গ্রুপ কে দুটি সম্মাননা স্বারক (ক্রেস্ট) প্রধান করা হয়।
পরিশেষে কেককাটা ও নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।