• Mon. Dec 23rd, 2024

Hridoye Bangladesh

আপনার বাংলা সংবাদ

ভারতের সাথে করিডোর চুক্তি বতিল, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ভোটাধিকার এর দাবিতে লন্ডনে মানববন্ধন

ByAbdullah Mamun

Jul 9, 2024

ভারতের সাথে করিডোর চুক্তি বতিল, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ভোটাধিকার এর দাবিতে
মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর বাংলদেশ, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ও অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের যৌথ উদ্যোগে ৮ জুলাই সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশের অনুষ্টিত হয় এক মানববন্ধন। ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং স্ট্যান্ড ফর বাংলদেশ এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল ও অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের সহসভাপতি দেলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের মুখপাত্র বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার আবু বকর মোল্লা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, আমার দেশ এর নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুনিম, কমিউনিটি নেতা জামাল হোসেন, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের উপদেষ্টা মু. আব্দুল আলী, অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবেদীন ও স্ট্যান্ড ফর বাংলাদেশের সাবেক সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন গাজীপুর টঙ্গীর সাবেক শিবির সেক্রেটারি খালেদ আহমেদ ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন স্ট্যান্ড ফর বাংলাদেশের সাংস্কৃতিক সম্পাদক রায়হান চৌধুরী। এ সময় মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ফ্রান্স প্রবাসী পিনাকী ভট্টাচার্য।

বক্তারা বলেন, বাংলাদেশের ভোটারবিহীন ডামি সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে একতরফাভাবে ভারতের সাথে ট্রানজিট চুক্তির নামে করিডোর দিতে চায় যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। প্রবাসীরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে।। এসময় তাঁরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষার জন্য দেশ-বিদেশের সকল সংগঠন এবং দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্ট্যান্ড ফর বাংলাদেশের সহসভাপতি মনিরুল ইসলাম শামিম, ডঃ মুইনুদ্দিন মৃধা, বিশিষ্ট মানবাধিকার কর্মী সাইফুর রহমান পারভেজ, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেক্রেটারি শাহান বিন নিজাম, অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের সেক্রেটারি জামিল হোসেন, প্রচার সম্পাদক তারেক আহমদ, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সেক্রেটারি তাহমিদ হোসেন, ফাইট ফর রাইটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, সহ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, মানবাধিকার কর্মী শাহীন আলম, ছমির আহমদ, তাজুল ইসলাম , মোহাম্মদ ইকবাল হোসেন, মানবাধিকার কর্মী শাহিন আলম, মুনির আহমদ খান, নজরুল ইসলাম, ছমির আহমেদ, তানভীর আহমদ, মাহি বিলাল চৌধুরী, শিব্বির আহমদ, আহমদ আলী, সুরমান আলী, মোঃ জাহেদুল ইসলাম ও ফরহাদ হোসেন সহ আরো অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *