পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লন্ডনে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীদের সংগঠন জাহাঙ্গীরনগর জুয়াক এর আয়োজনে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । ২৪ মার্চ রবিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ত করেন, সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম ।জুয়াকের প্রতিষ্ঠা কালিন সদস্য সচিব পারভেজ মল্লিকের পরিচালনায় ।
এ সময় বক্তব্য রাখেন,জুয়াকের সাধারন সম্পাদক আলিম আল রাজী,সুবর্ন জয়্নতি উৎযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন , রাকিব উদ্দিন,হাবিবে আলম চৌধুরী, আসরাফুল আলম, মনির এম জামান , সাইদ আহমেদ , মাহবুবা জেবিন, নিলিমা আহমেদ, আনিকা হক,
বুলবুল আহমেদ প্রমুখ ।
বক্তব্যে সংগঠনের পরবর্তী আয়োজনে কি কি করণীয় সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় ।সেই সাথে সংগঠণকে আরো বেগবান ও সামনের দিকে এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান ।
মিলাদ মাফফিলে দোয়া পরিচালনা করেন মোঃ মামুন টুটুল । সব শেষে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।