যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিল বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন । আওয়ামিলীগ যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ,যেভাবে তারা দেশের সম্পদ হরিলুট করে খাচ্ছে সেদিক থেকে ছাত্রলীগ কোন অংশে কম নয়,তারাও দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে ,তারা যেভাবে দেশ প্রেমিক আবরারকে হত্যা করেছে সেটিই তার জলন্ত প্রমান।
তিনি আরো বলেন,আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশ একটি সংকটের মধ্যে ফেলে দিয়েছে।
তাদের এই লুটপাটের কারণেই বাংলাদেশের ব্যাংক গুলো প্রায় বন্ধ হওয়ার পথে, অনেকগুলো বন্ধ হয়ে গেছে এবং যেগুলো বাকি আছে সেগুলো অচিরেই বন্ধ হওয়ার পথে কারণ তারা হরিলুট করে সবকিছুই খেয়ে ফেলেছে।
শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা আমরা যদি বুয়েটের অবস্থা দিয়ে সমগ্র শিক্ষা ব্যবস্থা দেখি তো সেখানে দেখা যায় ছাত্রলীগ সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানকে টর্চারসেল বানিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন পরিচালনায় অনুষ্টিত সভায় তিনি এসব কথা বলেন।
এসময় সভা মঞ্চে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ,আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক জনাব মহিদুর রহমান, এম এ সালাম ,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম ,যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক বিষযক সম্পাদক কামাল মিয়া ,সাংগতনিক সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া ,প্রমুখ।
অনুষ্ঠান উপস্তিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক , আনোয়ার হুসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়ার সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান, যুগ্ন সম্পাদক পারভেজ মল্লিক, কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হুসেন, সহ যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।