বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন নেত্রী, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ইউকে ভিত্তিক ফোরাম ‘ফ্রি মোভমেন্ট খালেদা জিয়া’ এর উদ্যোগে ৩এপ্রিল বুধবার পূর্ব লন্ডনের এক রেঁস্তোরায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইউকের সহ সাংগাঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আমিনুল ইসলাম আমিন ।
অনুষ্ঠানে ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ‘ফ্রি মোভমেন্ট খালেদা জিয়া, ইউকে এর আহবায়ক মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিউজলাইফ টয়েনটিফোর এর এডিটর মোঃ অহিদুজ্জামান, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দীন, শাহ পরান মানি ট্যান্সফারের চেয়ারম্যান আক্কাস মিয়া, বেলাল আহমেদ প্রমুখ ।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান। একই সাথে দেশব্যাপী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে তার পদত্যাগের দাবী জানান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নেতা এস এম শামীম ও মকবুল হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কমিউনিটি ব্যাক্তিত্ব সলিসিটর মোঃ মাহবুবুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নেতা সেবুল আহমেদ, গোবিন্দগঞ্জ কলেজের সাবেক জিএস আতিক রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নেতা জামাল মিয়া , মোঃ বদরুজ্জামান।
আলোচনা সভা ও ইফতার মাহফিল আরও উপস্থিত ছিলেন,মোঃ দিলোয়ার, সৈয়দ তোফাজ্জুল হোসেন, থেইন মিয়া, আকলিম হোসাইন চৌধুরী, একলাস মিয়া, মোঃ খলিলুর রহমান রহমান (রুকন), মোঃ আব্দুল মোমিন, মতিউর রহমান, লিটন মিয়া, মাজেদ হোসেন, ইমরান হাসান পিয়াস, রফি চৌধুরী, তানিব আহমদ, মুন্না আহমদ, জাকারীয়া হোসেন হেলন, ছুহেল আহমেদ প্রমুখ।
সব শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং বাংলাদেশ সহ বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা ও ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।