খেলাধুলা তরুণদের মনে শক্তি যোগায়।খেলাধুলায় সম্পৃক্ততা মানুষকে মাদকাশক্ত সহ যে কোন খারাপ অভ্যেস হতে বিরত রাখে ।
২৫ এপ্রিল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরায় অনুষ্ঠিত লন্ডন লায়ন্স স্পোর্টস ক্লাবের কিট লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন, আমন্ত্রিত অতিথিরা। তাঁরা আরো বলেন, বৃটেনে সাম্প্রতিককালে বিপুল সংখ্যক তরুণ এসেছেন তাদেরকে কাজের পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা উচিত। আর এসব মহতি উদ্যোগে ক্লাবের পাশে থাকার প্রত্যয় জানালেন অতিথিরা।
ক্লাব সভাপতি এনামুল হকের সভাপতিত্ব, এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা জুবায়ের আহমদ।আরিয়ান মিজানের উপস্থাপনায়,অতিথিদের মধ্যে বক্তব্যরাখেন, বারকিং এন্ড ডেগেনহামের কাউন্সিলর মঈন কাদরী, ক্রীড়া ব্যক্তিত্ব শহিদুল আলম রতন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সিরাজ উদ্দিন, সোনালী অতীত ইউকের সভাপতি জামাল উদ্দিন, সলিসিটর মাহাবুবুর রহমান, একাউন্টেন্ট এম আর জিলন, সাংবাদিক আব্দুল আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এনামুল হক জুনিয়র, ক্লাব কোষাধ্যক্ষ অলক গোপ, ইমরান আহমদ, আব্দুল মুকিত প্রমুখ ।
স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেক মানিট্রান্সফার এর চেয়ারম্যান সিআইপি ইকরাম ফরাজী, প্যাসেস টু ইন্ডিয়ার সত্ত্বাধিকারী ওসমান গনি, টিএনটির সত্ত্বাধিকারী রিপন আহমদ এবং এবিনিউজের সম্পাদক শাকির হোসাইন উপস্থিত থেকে ক্লাবের সম্মাননা ক্রেস্ট ও জার্সি গ্রহন করেন।অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন, আমজাদ সো’র।
পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে জার্সি উন্মোচন করা হয় এবং উপস্থিত ক্লাব সদস্যদের হাতে নামখচিত জার্সি তুলে দেয়া হয়। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ।